প্রিয় সংগ্রাহক বন্ধুরা
আশাকরি সকলে ভালো আছেন।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি) এর আয়োজনে আমরা শুরু করেছিলাম আন্তর্জাতিক দেশলাই এবং লেবেল প্রদর্শনী এবং বলা হয়েছিল প্রতিবছর এ আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজিত হতে থাকবে। তারই ধারাবাহিকতায় আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক দেশলাই এবং লেবেল প্রদর্শনী।
চতুর্থ আন্তর্জাতিক দেশলাই এবং লেবেল প্রদর্শনী
প্রদর্শনীর সময়সীমা: ১-১৫ জানুয়ারি ২০২৪
কারা অংশগ্রহণ করতে পারবেন: দেশ-বিদেশের যেকোন দেশলাই সংগ্রাহক।
প্রদর্শনীর বিষয়বস্তু: Open
অংশগ্রহণকারী সংগ্রাহক যেকোনো দেশের, যেকোনো ধরণের দেশলাই প্রদর্শন করতে পারবেন। প্রদর্শিত দেশলাই কিংবা লেবেল অবশ্যই সুন্দর, ঝকঝকে, নতুন কিংবা অব্যবহৃত হতে হবে। ছেঁড়া, ময়লা, দলিত-মথিত, পোকায় কাটা, রাস্তা থেকে কুড়ানো, ব্যবহার করা এমন কোন দেশলাই বা লেবেল প্রদর্শন করা যাবে না। দেশলাই সংক্রান্ত যেকোনো স্মারক বা ডকুমেন্ট প্রদর্শন করা যাবে এবং সেসব ডকুমেন্ট ও অবশ্যই সুন্দর এবং পরিছন্ন হতে হবে। ময়লা, পোকায় কাটা, ছিঁড়ে যাওয়া, অতি দৈন্যদশাগ্রস্ত এমন কোন ডকুমেন্ট প্রদর্শন করা যাবে না।
যে বিষয়টিকে এবার সর্বাগ্রে এবং কঠোরভাবে প্রাধান্য দেয়া হবে সেটি হল প্রদর্শনীর সৌন্দর্য্য। সংগ্রাহকের প্রদর্শনীর উপস্থাপনা অবশ্যই সুন্দর, রুচিশীল এবং শিল্পিত হতে হবে। প্রত্যেকটি ছবির ক্ষেত্রে রুচিশীল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। বিছানার চাদর, ঘরের দেয়াল কিংবা ঘরের মেঝে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে না। এবং প্রত্যেকটি ছবিতে দেশলাই বা লেবেল সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণভাবে স্থাপন করতে হবে। সামঞ্জস্যহীন কিংবা অসুন্দরভাবে দেশলাই বা লেবেল সাজিয়ে যেসব প্রদর্শনী পাঠানো হবে সেগুলো অবশ্যই গৃহীত হবে না। ছবি তোলার এবং প্রদর্শনী সাজানোর ব্যাপারে অংশগ্রহণকারীর স্বাধীনতা থাকবে তবে প্রদর্শনী অবশ্যই বিষয়বস্তু কেন্দ্রিক হতে হবে। বিষয়বস্তু বহির্ভূত প্রদর্শনী গৃহীত হবে না।
প্রদর্শনী জমা দেওয়ার শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৩।
কি কি প্রদর্শন করা যাবে-
১. দেশলাই
২. দেশলাই লেবেল
৩. স্কিলেট/ ট্রে বিহীন দেশলাই
৪. ম্যাচ কাভার
৫. বুক ম্যাচ
৬. স্যুভেনির ম্যাচ
৭. হোটেল ম্যাচ
৮. দেশলাই মোড়ক
৯. ডজন প্যাকেট, গ্রস প্যাকেট
১০. দেশলাই হোল্ডার
১১. বিভিন্ন আকৃতির দেশলাই যেমন-সিলিন্ডার ম্যাচ, প্লাস্টিক ম্যাচ, টেন্ট ম্যাচ, ট্রায়াঙ্গুলার ম্যাচ।
সর্বোপরি দেশলাই বিষয়ক যেকোনো জিনিস প্রদর্শিত করা যাবে।
নিয়মাবলী:
১. প্রত্যেকটি ছবি তোলার ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ড কিংবা রুচিশীল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। একজন সংগ্রাহক সর্বোচ্চ ১২টি ছবি দিতে পারবেন। তবে অন্তত ৬টি ছবি দিতে হবে।
২. ক্যামেরা অথবা মোবাইল ফোন দিয়ে ছবি তোলা যাবে।
৩. প্রত্যেকটি ছবি অবশ্যই পরিষ্কার, উজ্জ্বল এবং শৈল্পিক হতে হবে। ঘোলা অথবা অপরিচ্ছন্ন ছবি গ্রহণযোগ্য হবে না।
৪. সরাসরি ক্যামেরা দিয়ে তোলা ছবি অথবা স্ক্যান করা ছবি পাঠানো যাবে। ছবির ঔজ্জ্বল্য অন্তত ৩০০ ডিপিআই হতে হবে।
৫. একটি ছবিতে অন্তত ৬টি রেগুলার সাইজে দেশলাই থাকতে হবে। অথবা কোন সংগ্রাহক যদি কিচেন সাইজ বা অন্য কোন সাইজের দেশলাই ছবিতে রাখতে চান সেক্ষেত্রে একটি ছবিতে অন্তত একটি দেশলাই থাকতে হবে।
৬. একই ছবিতে একই সাথে দেশলাই এবং লেবেল এবং বুক ম্যাচ ইত্যাদি বিভিন্ন রকম দেশলাই বিষয়ক সামগ্রী রাখা যাবে না। একটি ছবিতে একটি মাত্র বিষয়কেন্দ্রিক সামগ্রী রাখা যাবে। অর্থাৎ একটি ছবিতে শুধুমাত্র দেশলাই কিংবা শুধুমাত্র লেবেল কিংবা শুধুমাত্র বুক ম্যাচ এভাবে রাখতে হবে।
৭. কোন ছবিতে শুধুই লেবেল থাকলে সেই ছবিটি স্ক্যান করে দিতে হবে। সেক্ষেত্রে লেবেলগুলো অবশ্যই শৈল্পিকভাবে সাজাতে হবে। একটি ছবিতে সর্বনিম্ন ১টি এবং সর্বোচ্চ ১৬ টি লেবেল রাখতে হবে।
৮. প্রদর্শনীতে প্রদর্শনের জন্য সংগৃহীত সামগ্রীর সম্পূর্ণ নতুন ছবি তুলতে হবে। আগে কোথাও প্রদর্শিত হয়েছে এমন ছবি গ্রহণযোগ্য হবে না।
৯. প্রদর্শনীতে প্রদর্শিত সংগৃহীত সামগ্রী অবশ্যই সংগ্রাহকের নিজস্ব সংগ্রহের হতে হবে। অন্য কারো সংগ্রহ নিজের নামে প্রদর্শিত করা যাবে না।
১০. সংগৃহীত সামগ্রির শৈল্পিক ছবি তোলা এবং নিয়মাবলী অনুযায়ী ছবি সঠিক ইমেইল ঠিকানায় পাঠানো- এ সমস্ত কাজ অংশগ্রহণকারী সংগ্রাহককে নিজ দায়িত্বে সম্পূর্ণভাবে নিজেকেই করতে হবে। এ সকল কাজ সম্পাদনের উদ্দেশ্যে অন্য কারোর দ্বারস্থ হওয়া যাবে না।
১১. প্রদর্শনী অবশ্যই ১৫ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ সময় ( জিএমটি +৬ ঘণ্টা) রাত বারোটার মধ্যে পাঠাতে হবে। এরপর কোনভাবেই আর কোন প্রদর্শনী গৃহীত হবে না।
১২. প্রদর্শনীর সাথে অংশগ্রহণকারীর একটি ক্যাজুয়াল ছবি এবং একটি শর্ট বায়োগ্রাফি পাঠাতে হবে। বায়োগ্রাফি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। সেই সাথে অংশগ্রহণকারীর ইমেইল ঠিকানাও লিখতে হবে।
প্রদর্শনী পাঠানোর ঠিকানা: 2016bmcc@gmail.com
যাদের প্রদর্শনী গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে যে "আপনার প্রদর্শনী গৃহীত হয়েছে"। যাদেরকে ইমেইল পাঠানো হবে না তাদেরকে ধরে নিতে হবে যে তাদের প্রদর্শনী গৃহীত বা অনুমোদিত হয়নি।
প্রদর্শনী অনুমোদনের ব্যাপারে বিএমসিসি এক্সিবিশন প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত। প্রদর্শনী অনুমোদন করা না করার ব্যাপারে কাউকে জবাবদিহি করতে বিএমসিসি এক্সিবিশন প্যানেল বাধ্য নয়।
প্রদর্শনী ফি:
বাংলাদেশি সংগ্রাহক: বাংলাদেশি সংগ্রাহকদের পেইড এবং নন পেইড দু ক্যাটাগরিতেই অংশগ্রহণ করার সুযোগ থাকছে। তবে সংগ্রাহকের প্রদর্শনী গৃহীত হলেই কেবলমাত্র মূল পর্বে অংশগ্রহণের সুযোগ থাকছে।
বিদেশি সংগ্রাহক: বিদেশি সংগ্রাহকদের জন্য পেইড এবং নন-পেইড দুধরণের পার্টিসিপেন্ট হিসেবেই অংশগ্রহণ করার সুযোগ থাকছে। তবে বিদেশি সংগ্রাহকগণ যদি এবং কেবল যদি ওয়েস্টার্ন ইউনিয়ন কিংবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে পারেন কেবলমাত্র তবেই তাদের পেইড পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ থাকছে। অন্যথায় তাদের নন-পেইড পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করতে হবে।
প্রবাসী বাংলাদেশি সংগ্রাহকদের শুধুমাত্র পেইড পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ থাকছে এবং সে ক্ষেত্রে তাদের অবশ্যই ওয়েস্টার্ন ইউনিয়ন কিংবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
পেইড পার্টিসিপেন্ট এর ক্ষেত্রে সংগ্রাহক কে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে এবং সেটি করতে হবে ১৫ ডিসেম্বর ২০২৩ এরমধ্যে। সে ক্ষেত্রে প্রদর্শনীতে শেষে সংগ্রাহককে সম্মাননা সরূপ ক্রেস্ট, সার্টিফিকেট, প্রদর্শনী উপলক্ষে বানানো ক্যাটালগ... এবং অন্যান্য স্মারক প্রদান করা হবে।
অন্যান্য বারের মতোই প্রদর্শনী শেষে একটি জমকালো সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে অংশগ্রহণকারীদের উপস্থিত থাকতে হবে এবং তখন তাঁদের হাতে পুরস্কার এবং অন্যান্য সম্মাননা তুলে দেয়া হবে।
প্রদর্শনী ফি এর মূল্যমান
বাংলাদেশি সংগ্রাহক: ২৫০০ টাকা
বিদেশি সংগ্রাহক: ৫০ মার্কিন ডলার
প্রবাসী বাংলাদেশি সংগ্রাহক: ৫০ মার্কিন ডলার।
তাহলে বন্ধুরা, আপনারা সকল রকম নিয়ম সম্পর্কে জানতে পেরে গেলেন। আপনারা এখন থেকেই তৈরি হতে থাকুন আপনাদের সংগ্রহ নিয়ে। আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হয়ে উঠুক তৃতীয় আন্তর্জাতিক দেশলাই প্রদর্শনী এই কামনা করি।
বিনীত
আল-রাজী অনন্য
(রবার্ট বার্নস)
যুগ্ম সাধারণ সম্পাদক
বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব
(বিএমসিসি)
Hello dear collector friends
Hope you are doing fine.
Hopefully you remember that from Bangladesh Matchbox Collectors' Club (BMCC) we started organising the International online Matchbox and Labels Exhibition from January 2021 and we said that this international exhibition would be continued each year. As 2024 is drawing near, now it's time to get ready for the fourth international virtual Matchbox and Labels Exhibition which is going to be held in January 2024.
Fourth International Online Matchbox and Labels Exhibition
Exhibition time: 1-15 January 2024
Who can participate: Any matchbox collector from anywhere in the world.
Exhibition subject: Open
The collector can display any kind of matchbox and label and anything related to matchboxes and labels. Matchboxes or labels that are to be displayed must be beautiful, nice, new or unused. Dirty, road - found, used, torn items will not be allowed. And exhibit should be nice and beautiful. Beautification of exhibit will be maintained strictly this time. So items should be arranged nicely in the pictures and the pictures should be taken nicely and exhibit should be interesting. Otherwise, exhibit will not be approved.
Last date to submit exhibition: 15 December 2022.
What can be displayed-
1. Matchboxes
2. Labels
3. Skillets/ boxes without trays
4. Match cover
5. Book match
6. Souvenir match
7. Hotel match
8. Wrapper
9. Dozens packet, Gross packet
10. Matchbox holder
11. Odd- shaped matchboxes such as cylinder matches, plastic matches, tent matches, triangular matches...
Above all, anything related to Phillumeny can be displayed.
Rules:
1.White background should be used for each picture. A collector can submit maximum 12 pictures. But at least 6 pictures should be sent along with the photo, a short biography and email address of the participant.
2. Pictures can be taken with a camera or mobile phone.
3.Each and every picture must be clear, bright and artistic. Blurred or unclear pictures will not be accepted.
4. Pictures taken directly by cameras or scanned pictures can be sent. Picture brightness must be at least 300 dpi.
5. At least 6 Matchboxes or labels should be displayed in one picture.
6. All the items in a picture should be the same. That means if you put matchboxes in a picture, only boxes should be there in the picture. If you put labels in a picture, only labels should be there in the picture. If you put matchcovers in a picture, only matchcovers should be there in the picture. You can you put matchboxes and labels simultaneously in a picture.
7. If there is only labels in a picture, the picture should be scanned. The labels should be put in the picture in an artistic way. Not more than 16 labels should be placed in a picture.
8. Completely new pictures should be taken for the exhibition. Pictures which have already been showed in any other exhibition or in any other media will not be accepted.
9. The boxes or labels for exhibition should completely be collector's own. The collector cannot display anything which does not belong to him or which are not part of his/her collection.
10. The exhibit must be submitted by December 15, 2023. After that no more exhibition will be accepted.
Exhibition sending address: 2016bmcc@gmail.com
Exhibition fee:
For Bangladeshi collectors, they have both the options to participate as paid and non-paid participant.
For foreigners or collectors from outside Bangladesh, they have the option to participate either as a paid participant or as a non-paid participant. If and only if they can send the exhibition fee via Western Union Money Transfer or Bank Account Transfer system, they can participate as a paid participant. Otherwise they have to participate as a non-paid participant.
For collectors who are from Bangladesh but living outside, they have the only option to participate as a paid participant and they have to pay the exhibition fee via Western Union Money Transfer or Bank Account Transfer system.
In case of paid participant, the collector will have to pay a certain amount of money and the payment has to be done by 15th December 2023. In that case, at the end of the exhibition, the collector will be given a crest of honor, certificate, the catalogue which will be published for the occasion of the exhibition ... and other memorabilia.
A grand closing ceremony will be held after the exhibition where the participation award and other memorabilia will be handed over to the participant.
Fees for Paid Participants:
Collector from Bangladesh: 2500 BD taka
Bangladeshi collectors living in abroad: 50 US dollar.
Foreign Collectors: 50 US dollar.
If necessary you can contact:
KH Shakil
President, Bangladesh Matchbox Collectors Club (BMCC)
Robert Burns
Joint Secretary,
Bangladesh Matchbox Collectors' Club
(BMCC)
Mobile: +8801733535292
Email: drrazeeanonnya@gmail.com
So friends, now you know all the rules. Get ready with the best items from your collection, prepare and submit your exhibit and once again be a part of the history.
No comments:
Post a Comment