Social Responsibility

 দেশব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি

বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব এবং ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি।

D H A K A







B A N D U R A




 আর্ত মানবতার সেবায় বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব

আর্ত মানবতার সেবায় বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব

বিগত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সক্রামক ব্যাধির নাম হচ্ছে- করোনা ভাইরাস বা কোভিড-১৯ চীনের উহান শহরে উৎপত্তি হয়ে যা তিন মাসের মধ্যে সারা পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে ছড়িয়ে পরে যা থেকে রেহাই পায়নি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও চলতি বছরের মার্চ মাস হতে অদ্যাবধি এর সংক্রমণ বেড়েই চলছে পরিস্থিতি বিবেচনায় একই মাসের ২৫ তারিখ হতে সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করে আর তাঁর কিছুদিনের মধ্যেই কর্মহীন, গৃহহীন খাদ্যহীন হয়ে পড়ে দেশের বিশাল এক জনগোষ্টি নানাবিধ সমস্যা নিয়ে মানুষ বেঁচে থাকার প্রাণপণ চেষ্টায় সময় অতিবাহিত করছে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সীমাবদ্ধতার শেষ নেই এতো সীমাবদ্ধতার মাঝে এমনিতেই মানুষ বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত থাকে অবিরত তারপর আবার এই মরণব্যাধি যেন মরার উপর খড়ার ঘা

উদ্ভুত পরিস্থিতিতে সরকারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার পসরা নিয়ে এগিয়ে আসেন আর্ত মানবতার সেবায়। আমরাও সামিল হই তাদের সাথে। শখের মাধ্যমেও যে অনেক ভাল কিছু করা যায়, সমাজে অবদান রাখা যায় সেই অভিপ্রায়কে মূলধন করে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব একটি মানবিক আবেদন রাখে সংগ্রাহকদের নিকট। বিপদে যেন আমরা অসহায় মানুষদের কথা ভুলে না যাই সেই উপলব্ধি হতে অল্প সংখ্যক উদার মানসিকতার সংগ্রাহক আমাদের আহ্বানে সাড়া দেন। সীমিত সুযোগ গুটি কয়েক সংগ্রাহকদের সাথে নিয়ে আমরা এই কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করি। প্রায় ৩০ টি পরিবারের মাঝে আমরা নগদ ৩৫,০০০ টাকার অর্থ সাহায্য তুলে দিতে পেরেছি। হয়তো পরিবারের সংখ্যায় বা অর্থের হিসাবে এটা খুবই নগণ্য। তারপরও আমরা চেষ্টা করেছি এই কমিউনিটি থেকে কিছু করার। আমরা দায় এড়াতে চাইনি, চেয়েছি মানবিক হতে, মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সংগঠনটি খুবই ছোট এবং এর সদস্য সংখ্যাও অনেক কম। তাই সাধ আর সাধ্যের সম্মিলনে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বলে আমি মনে করি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাঁদের ভালোবাসার হাত প্রসারিত করেছেন তাঁদের প্রতি রইল হৃদয় নিংড়ানো ভালোবাসা আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই অবারিত ভালোবাসা সহযোগিতা সকল সময়ে, সকল কাজে আমাদের সাথে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা সকলে ভাল থাকুন, নিরাপদে থাকুন।

মানবতার জয় হোক, সংগ্রাহকদের জয় হোক

 



No comments:

Post a Comment