আগামী ২৯ মে ২০২৩, দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকার এর ২৪২ তম জন্মদিন। এই দিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একটি ওয়েব পেজ খুলেছি। যেখানে দেশলাই সংগ্রাহকরা অংশগ্রহণ করতে পারবেন।
জন ওয়াকার এর প্রতি শ্রদ্ধা জানাতে কি কি প্রদর্শন করা যাবে:
১. আপনার দিয়াশলাই প্রদর্শন করুন (যেকোনো দিয়াশলাই)। সর্ব্বোচ্চ ১০টি ছবি।
২. জন ওয়াকারকে নিয়ে আপনি লিখতে পারেন বা তার ছবি আকতে পারেন বা তার উপর যেকোন কিছু তৈরি করে তার ছবি তুলে পাঠাতে পারেন। তবে অবশ্যই বর্ণনা থাকতে হবে।
৩. আপনি যেকোনো কিছু করতে পারেন। তবে তা অবশ্যই হতে হবে দেশলাই সংক্রান্ত।
৪. আপনি ছড়া কবিতা লিখতে পারেন, আপনি আকতে পারেন, আপনি ভিডিও বার্তা দিতে পারেন। আপনি যাই করবেন তা দিয়াশলাই সংক্রান্ত হতে হবে।
৫. আপনি যাই করুন সেখানে জন ওয়াকার এর প্রতি শ্রদ্ধা নিবেদন এর বিষয়টা উল্লেখ থাকতে হবে।
৬. আপনার এক্সিবিট জমা দেয়ার শেষ তারিখ ২৭ মে ২০২৩। সাথে আপনার একটি সদ্য তোলা ছবি পাঠাতে হবে।
৭. সম্মাননা ও সনদ থাকবে অংশগ্রহণকারীদের জন্য। ঢাকার বাইরে থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের দয়া করে সম্মাননা ও সনদ পাঠানোর কুরিয়ার চার্জ দিতে হবে।
৮. নাম মাত্র ফি আছে ৩০০/- (তিন শত টাকা)
৯. এই ইভেন্টটি শুধু মাত্র বাংলাদেশের সংগ্রাহকদের জন্য প্রযোজ্য। তবে পৃথিবীর অন্য দেশ থেকে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারেন। তবে তাদের জন্য ফি প্রযোজ্য নয়। তাদের একটি অনলাইন সার্টিফিকেট পাঠানো হবে।
১০. আপনি বড় না ছোট না নতুন সংগ্রাহক এটা আপনার বিষয়। যদি অঅংশগ্রহণ করতে চান তবে আপনার সুবিধা মত এক্সিবিট পাঠিয়ে দিন এবং দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকার এর প্রতি শ্রদ্ধা জানাতে পারেন।
১১. দয়া করে কেউ ইনবক্সে যোগাযোগ করবেন না। এই পোস্টেই জানতে চান। ইনবক্সে কোন উত্তর দেয়া হবেনা।
১২. সংগ্রহ একটি মজার বিষয়, আনন্দর বিষয়। সিরিয়াস হবার কিছু। আনন্দের সাথে আপনার এক্সিবিট পাঠান। ২৭ মে ২০২৩ শেষ দিন জমা দেয়ার।
EMAIL ADDRESS AND INQUIRY: 2016BMCC@GMAIL.COM
প্রিয় দিয়াশলাই সংগ্রাহক বন্ধুরা,
বিএমসিসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জেনে আনন্দিত হবেন, প্রথম বারের মত বাংলাদেশে দিয়াশলাই সংগ্রাহকদের নিয়ে একটি গ্রুপ এক্সিবিশন করার সিদ্ধান্ত নিয়েছে বিএমসিসি। যেখানে শুধু মাত্র দিয়াশলাই সংগ্রাহকগণই অংশগ্রহণ করতে পারবেন। এ প্রদর্শনীর নাম হবে - World Matchbox and Label Exhibition. তিন দিন ব্যাপি এই প্রদর্শনী একটি ফিজিক্যাল এক্সিবিশন হবে।
এই এক্সিবিশনে প্রদর্শন করা যাবে
- দিয়াশলাই বা ম্যাচবক্স
- ম্যাচবক্স লেবেল
- ম্যাচবক্স ডকুমেন্টস
- ম্যাচবক্স এর সাথে জড়িত যেকোন কিছু
প্রথমত আপনারা যারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আগে তালিকাভুক্ত হতে হবে।
দ্বিতীয় ধাপে বিএমসিসির পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে অংশগ্রহণকারী দের শেখানো হবে বা প্রাকটিকালি দেখানো কিভাবে তারা এক্সিবিট তৈরি করবেন প্রদর্শনীর জন্য।
তৃতীয়ত সংগ্রাহকদের তৈরি এক্সিবিট প্রদর্শনীতে দর্শকরা অবাক চোখে দেখবে। দেরি না আপনার নাম তালিকাভুক্ত করুন। শুধু মাত্র তারাই এ আয়োজনে অংশগ্রহণ করুন যারা ইচ্ছুক।
আপনার যত প্রশ্ন কমেন্ট বক্সে করুন।
ধন্যবাদ
No comments:
Post a Comment